ইউনিয়ন পরিষদ নির্বাচন : সিলেটে প্রত্যাশিত ফললাভে ব্যর্থ হলো আওয়ামী লীগ

  • আপডেট টাইম : November 11 2021, 18:02
  • 185 বার পঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচন : সিলেটে প্রত্যাশিত ফললাভে ব্যর্থ হলো আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ দিন সিলেট বিভাগের ৪ জেলায় অনুষ্ঠিত হয় ৪৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ব পরিবেশেই অনুষ্ঠিত হয়। তবে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গোলযোগের কারণে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকে।
সিলেট জেলায় ৩ উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন : সিলেট সদরের মোগলগাঁওয়ে হিরন মিয়া (আ লীগ), জালালাবাদে আব্দুল্লাহ ইসহাক (আ লীগ), হাটখলায় মাওলানা রফিকুজ্জামান (খেলাফত) ও কান্দিগাঁওয়ে আব্দুল মনাফ (জামায়াত)।
বালাগঞ্জের পূর্ব গৌরিপুরে এম এ মুজিব (স্ব/বিএনপি), বালাগঞ্জ সদরে আব্দুল মুনিম (স্ব/বিএনপি), পূর্ব পৈলনপুরে মো শিহাব উদ্দিন (আ লীগ), বোয়ালজুড়ে আনহার মিয়া (আ লীগ), দেওয়ানবাজারে নাজমুল আলম নজম (স্ব/বিএনপি) ও পশ্চিম গৌরিপুরে আব্দুর রহমান মাখন (স্ব/আ লীগ)
কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুরে আলমগীর আলম (স্ব/বিএনপি), তেলিখালে কাজী আব্দুল ওদুদ (বিদ্রোহী আ লীগ), উত্তর রনিখাইয়ে ফয়জুর রহমান মাস্টার (আ লীগ), দক্ষিণ রনিখাইয়ে ইকবাল হোসেন ইমাদ (আ লীগ) ও ইছাকলসে সাজ্জাদুর রহমান (স্ব/বিএনপি)।
ছবি : সাংবাদিক আবু বকর আল আমিনের টাইমলাইন থেকে।